লালমান শুক্লা বনাম গৌরী দত্ত (১৯১৩)

LalmanS v GauriD case feature Photo BN

লালমান শুক্লা বনাম গৌরী দত্ত

কেইস রেফারেন্স : 1913, 11 All LJ 489

জুরিসডিকসন : ভারত

বাদী : লালমান শুক্লা
বিবাদী : গৌরী দত্ত

ঘটনা :

বাদী (লালমান শুক্লা) ছিলেন বিবাদী (গৌরী দত্ত) এর গৃহকর্মী। একদিন, গৌরী দত্তের ভাগ্নে বাড়ির বাহিরে চলে যায় এবং কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছি না। গৌরী দত্ত তার ভাগ্নেকে খুঁজে পাওয়ার জন্য গৃহকর্মী (লালমান শুক্লা) – কে বিভিন্ন জায়গায় খোঁজ করতে পাঠায়। এমতাবস্থায়, গৌরী দত্ত ঘোষণা নিয়ে জানান, যে ব্যক্তি তার ভাগ্নের সন্ধান দিতে পারবে তাকে উপহার স্বরূপ ৫০১ রূপি প্রদান করা হবে। ঐ মুহূর্তে বাদী (লালমান শুক্লা) এই পুরস্কার ঘোষণার কথা জানতো না। দীর্ঘ সময় খোঁজ চালানোর পর লালমান শুক্লা ছেলেটির সন্ধান পান এবং তাকে বাড়ি নিয়ে বাড়ি ফিরে আসেন। যখন তিনি বাড়ি ফিরে আসেন তখন পুরস্কারের ঘোষণা সম্পর্কে জানতে পারেন। এর পরিপ্রেক্ষিতে তিনি উল্লিখিত ৫০১ টাকা পুরস্কার দাবি করেন। কিন্তু, বিবাদী (গৌরী দত্ত) তাদের দুজনের মধ্যে কোন প্রকার চুক্তি ছিল না উল্লেখ করে উক্ত পুরস্কার প্রদানে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতে, লালমান শুক্লা চুক্তি ভঙ্গের অভিযোগ এনে গৌরী দত্তের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন।

সিদ্ধান্ত :

এলাহাবাদ হাইকোর্ট গৌরী দত্তের বিরুদ্ধে আনীত লালমান শুক্লার অভিযোগটি খারিজ করে দেন। ‘চুক্তি আইন, ১৮৭২’ এর ৪নং ধারা উল্লেখ করে আদালত বলেন, একটি বৈধ চুক্তি সংগঠিত হওয়ার ক্ষেত্রে ‘প্রস্তাব প্রদান’ এবং ‘প্রস্তাব গ্রহণ’ বিষয়ক ‘যোগাযোগ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রস্তাবকে বাধ্যতামূলক চুক্তিতে রূপান্তর করতে প্রস্তাব সম্পর্কিত ‘জ্ঞান’ এবং ‘সম্মতি’ উভয়ের উপস্থিতি প্রয়োজন। লালমান শুক্লা যখন নিখোঁজ ছেলেটির সন্ধান করছিলো তখন পুরস্কারের কথা জানতেন না, তাই তিনি প্রস্তাবটি গ্রহণ করতে পারেননি বলে বিবেচিত হবে। অপরদিকে, ঐ সময় তিনি একজন গৃহকর্মী হিসাবে তার কাজ করছিলেন, পুরস্কারের কারণে কাজ করছিলেন না।
এর পরিপ্রেক্ষিতে আদালত এ রায় প্রদান যে, উক্ত ঘটনায় কোন প্রকার চুক্তি সংগঠিত হয় নি এবং মামলাটি খারিজ করে দেয়া হয়।

সংশ্লিষ্ট আইন :

  1. চুক্তি আইন, ১৮৭২
    • ধারা :

অনুবাদক :
১. মো. আতিকুর রহমান

বার্তা: The Case Summary আইনের শিক্ষার্থীদের জন্য এবং আইনের শিক্ষার্থীদের দ্বারা তৈরি একটি প্ল্যাটফর্ম। আমরা অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ঘটনা ও রায় তুলে ধরার চেষ্টা করি। এই প্ল্যাটফর্মটি কখনোই পূর্ণাঙ্গ আইনের ধারণা প্রদান করে না, আমরা শিক্ষার্থীদের শুধু মাত্র মামলার সারাংশ নির্ভর হওয়াকে নিরুৎসাহিত করি। ধন্যবাদ

Share