আর. বনাম ক্রিস্টি (১৯১৪)
এলবার্ট ক্রিস্টির বিরুদ্ধে ফ্রেডরিক বুচার নামক ৫ বছর বয়সী একটি ছেলেকে অশালীনভাবে শারীরিক লাঞ্ছনার (Assault) অভিযোগ আনা হয়। ছেলেটি দাবি করে যে, ক্রিস্টি তাকে খেলার মাঠে শারীরিক লাঞ্ছনা করেন। কিছুক্ষণ পরই, ছেলেটির মা এবং একজন পুলিশ কন্সটেবল ছেলেটিকে খুঁজে পায় এবং সেই মাঠে নিয়ে যায় যেখানে ক্রিস্টি উপস্থিত ছিল…