কার্লিল বনাম কার্বলিক স্মোক বল কো. (১৮৯৩)
পল মল গেজেটে প্রকাশিত কার্বলিক স্মোক বল কো. এর একটি বিজ্ঞাপনে দাবি করা হয় যে, প্রতিদিন তিনবার করে দুই সপ্তাহ কার্বলিক স্মোক বল ব্যবহার করার পর যদি কোন ব্যক্তি ইনফ্লুয়েঞ্জা, সর্দি বা ঠান্ডা জনিত কোন রোগে আক্রান্ত হয় তাহলে ঐ ব্যক্তিকে পুরস্কার স্বরূপ ১০০ পাউন্ড প্রদান করা হবে…