অমূল্য চন্দ্র মোদক বনাম রাষ্ট্র (১৯৮৩)

কল্পনা রানী ছিলেন অভিযুক্ত অমূল্য চন্দ্র মোদকের প্রতিবেশী। অমূল্য চন্দ্র তার অসুস্থ মায়ের দেখাশোনার জন্য কল্পনা রাণীকে তাদের বাড়িতে থাকতে বলেন। একই বাড়িতে থাকাকালীন অবস্থায়, কল্পনা রাণীকে অভিযুক্ত অমূল্য চন্দ্র বিয়ের প্রস্তাব দেন…

আব্দুর রাকিব বনাম শেরতাজ খাতুন ও অন্যান্য (২০০৮)

৫,০০১ টাকা দেনমোহর ধার্য পূর্বক বাদী (আবদুর রাকিব), বিবাদী-১ (শেরতাজ খাতুন) – কে বিবাহ করেন। তাদের কন্যা সন্তান, শাহীনা খাতুন (বিবাদী-২) – এর জন্মের পর, আব্দুর রাকিব তার স্ত্রী ও কন্যাকে, স্ত্রীর পৈতৃকবাড়িতে রেখে আসেন এবং দেনমোহরের অর্থ ও ভরণপোষণ প্রদান বন্ধ করে দেন। এমতাবস্থায়, আবদুর রাকিবের নিটক তার স্ত্রী …