অ্যান্স ও অন্যান্য বনাম মারটন লন্ডন বোরো কাউন্সিল
রেফারেন্স : [1978] AC 728
জুরিসডিকশন : ইংল্যান্ড
বাদী : অ্যান্স এবং অন্যান্য
বিবাদী : মারটন লন্ডন বোরো কাউন্সিল
ঘটনা :
মারটন লন্ডন বোরো কাউন্সিলের তত্ত্বাবধানে দুটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিলো। নির্মাণকালীন সময় ভবনের ভিত্তিপ্রস্তর নির্মাণ কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব ছিল স্থানীয় কর্তৃপক্ষের। অপ্রতুল ভিত্তিপ্রস্তরের ফলে ফ্ল্যাট ক্রয়ের কিছু বছরের মধ্যেই ভবনে গুরুতর ত্রুটি দেখা দেয়। নির্মাণ কাজ সঠিকভাবে পর্যবেক্ষণ না করার অভিযোগ এনে ফ্ল্যাটে বসবাসরত বাসিন্দারা স্থানীয় কর্তৃপক্ষের নামে মামলা দায়ের করে। নির্মাণ সম্পন্ন হওয়ার অনেক পরে ত্রুটি পরিলক্ষিত হওয়ায়, প্রকৃত দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন ছিল। যদিও ‘জনস্বাস্থ্য আইন, ১৯৩৬’ এর অধীনে স্থানীয় কর্তৃপক্ষের আইনি বাধ্যবাধকতা ছিল ভবন নির্মাণের সময় সঠিকভাবে নির্মাণকাজ পর্যবেক্ষণ করার। বাদী পক্ষ যুক্তি উপস্থাপন করেন যে, ভবনের ত্রুটি স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলারই ফল। ভবনের ত্রুটির জন্য স্থানীয় কর্তৃপক্ষের দায়ের বিষয় পর্যবেক্ষণই এই মামলার মূল বিষয়বস্তু।
ইস্যু :
- নির্মাণকাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করা স্থানীয় কর্তৃপক্ষের দায়বদ্ধতার অন্তর্ভুক্ত কি না?
- স্থানীয় কর্তৃপক্ষকে উক্ত দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য আইনগত ভাবে দায়ী করা যাবে কি না?
সিদ্ধান্ত :
‘নির্মাণ কাজে সঠিক তদারকি’ ভবনের বাসিন্দাদের প্রতি স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্বের অংশ হিসেবে উল্লেখ করে হাউজ অব লর্ডস। দায়িত্ব নির্ধারণের বিষয়ে বিচারক উইলবারফোর্স ❝টু পার্ট টেস্ট❞ নামক একটি পরীক্ষার পরিচিতি করান। এখানে বলা হয়, দায়িত্বে অবহেলার জন্য তখনই কাউকে দায়ী যাবে যখন নিম্নোক্ত দুটি বিষয়ের উপস্থিতি পরিলক্ষিত হবে:
- দুই পক্ষের মধ্যে কোন প্রকার সম্পর্ক আছে কি না
- অর্পিত দায়িত্বের পরিমাণ কমানো বা সম্পূর্ণ বাদ দেয়ার কোন কারণ আছে কি না
উক্ত মামলায় উল্লিখিত ‘টু পার্ট টেস্ট‘ পরবর্তীতে ক্যাপারো ইন্ডাস্ট্রিস পিএলসি. বনাম ডিকম্যান মামলার মাধ্যমে আরো সুসংগঠিত ভাবে ‘থ্রি পার্ট টেস্ট‘ হিসেবে প্রতিস্থাপিত করা হয়। যার ফলে, “ঘটনার পূর্বানুমান“, “দুইপক্ষের মধ্যবর্তী সম্পর্ক” এবং “দাবীর ন্যায্যতা” বিষয়গুলো বিবেচনার মাধ্যমে দায়িত্ব অর্পণের বিষয় নির্ধারণ করা হয়ে থাকে।
পরিশেষে, স্থানীয় কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্ব পালনে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
অনুবাদক :
১. মো. আতিকুর রহমান
নোট : The Case Summary আইনের শিক্ষার্থীদের জন্য এবং আইনের শিক্ষার্থীদের দ্বারা তৈরি একটি প্ল্যাটফর্ম। আমরা অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ঘটনা ও রায় তুলে ধরার চেষ্টা করি। এই প্ল্যাটফর্মটি কখনোই পূর্ণাঙ্গ আইনের ধারনা প্রদান করে না, আমরা শিক্ষার্থীদের শুধু মাত্র মামলার সারাংশ নির্ভর হওয়াকে নিরুৎসাহিত করি। ধন্যবাদ