স্ট্রিকল্যান্ড বনাম অ্যালড্রিজ
রেফারেন্স : [1804] 9 Ves 516
জুরিসডিকশন : যুক্তরাজ্য
বাদী : স্ট্রিকল্যান্ড
বিবাদী : অ্যালড্রিজ
ঘটনা :
পিতার মৃত্যুর সময় তিনি তার ছেলেমেয়েদের রেখে গেছেন। প্রথম পুত্র “প্রথমজাত অধিকার” অনুসারে, তার ছোট ভাইবোনদের বাদ দিয়ে সম্পত্তির পুরো অংশ পাওয়ার অধিকারী ছিল। প্রথমজাত অধিকার হচ্ছে কমন ল’-এর একটি আইন যার অধীনে প্রথম বা জ্যেষ্ঠ পুত্র তার পিতার সকল জমিজমা পাওয়ার অধিকারী। কিন্তু যদি পিতা ইতোমধ্যে তার সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে থাকেন, তাহলে সম্পত্তি সেই অনুযায়ী ভাগ হবে, শুধু সম্পত্তির আইনি দখল প্রথম পুত্রের নিকট থাকবে।
উক্ত মামলায়, প্রথম পুত্র তার ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে না বলে তার পিতার নিকট প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, যেহেতু কমন ল’ অনুযায়ী তাদের পিতার মৃত্যুর পর, প্রথম পুত্র তার পিতার সম্পত্তির পুরো অংশের অধিকারী ছিল, সেহেতু সে তার ভাইবোনদের কোনো অংশ দেননি। অপরদিকে, প্রথম পুত্র তার পিতাকে সম্পত্তির অসিয়ত না করার জন্য প্ররোচিত করেছিলেন, তার ভাইবোনদের সাথে জমি ভাগ করার প্রতিশ্রুতি দিয়ে। সুতরাং, থমাস স্টিকল্যান্ড (ছোট ভাই) ইক্যুইটি আদালতে গিয়ে রজার স্টিকল্যান্ডের (বড় ভাই) পক্ষে উইলের নির্বাহক অ্যালড্রিজের বিরুদ্ধে মামলা করেছিলেন।
ইস্যু : উক্ত বিষয়ে ন্যায়সংগত সমাধান প্রদানে কীভাবে ইক্যুইটি আইনের প্রয়োগ করা হবে?
সিদ্ধান্ত :
প্রথমজাত অধিকার নিয়মানুযায়ী, বড় ছেলের সমস্ত সম্পত্তির অধিকারী হওয়ার আইনি নিয়ম থাকলেও, ইক্যুইটি আইন ন্যায়সংগত প্রতিকার প্রদান করে। অর্থাৎ, যদি কোন ছেলে তার ভাইবোনদের সাথে সম্পত্তি ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার বাবাকে অসিয়ত না করতে প্ররোচিত করে থাকে, তাহলে উক্ত বিষয়ে ইক্যুইটি আইন হস্তক্ষেপ করবে এবং ছেলেটিকে তার প্রতিশ্রুতি পূরণে বাধ্য করবে। কারণ তার প্রতিশ্রুতির কারণেই সে আইনিভাবে সম্পত্তি অর্জন করেছে, তাই তাকে এককভাবে সম্পত্তি ভোগ করতে দেওয়া ন্যায়সংগত হবে না। ইক্যুইটি আইনি বিধিবিধানকে স্বীকার করে, কিন্তু ছেলের দ্বারা বাবার প্রতি দেওয়া প্রতিশ্রুতি সম্পত্তির ন্যায়সংগত বণ্টন নিশ্চিতে ভূমিকা পালন করেছে, যা ইক্যুইটি আইনে বিবেচ্য বিষয় বলে অবশ্যই গণ্য হবে।
সুতরাং, যেখানে আদালত একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেছে, সেখানে ইক্যুইটি আইনকে সংশোধন করেছে এবং ন্যায়পরায়ণতার সহজ নীতি অনুসরণ করেছে। অতএব, আইনের বিধানগুলিকে অপব্যবহার করতে দেওয়া যাবে না বা প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। পাশাপাশি বিশ্বাস এবং চুক্তি ভঙ্গ করে অন্যায়কে চিরস্থায়ী করতে দেওয়া যাবে না।
সংশ্লিষ্ট প্রবাদ :
ইক্যুইটি আইন অনুসরণ করে : ল্যাটিন প্রবাদ ‘aequitas sequitur legem’ এর অর্থ হলো “ইক্যুইটি আইন অনুসরণ করে।” অর্থাৎ, ইক্যুইটি আইনের বিরোধিতা বা খণ্ডন করে না, বরং এটি আইনের সাথে সঙ্গতি রেখে কাজ করে। যেখানে কঠোর আইনের প্রয়োগ সুবিচার নিশ্চিতে বাধা সৃষ্টি করতে পারে, সেখানে ন্যায্যতা ও সুবিচার নিশ্চিত করার জন্য ইক্যুইটি আইনগত নীতিগুলোর পরিপূরক ও ব্যাখ্যা হিসেবে কাজ করে।
অনুবাদক :
১. রেজোয়ান রাশিদ
নোট : The Case Summary আইনের শিক্ষার্থীদের জন্য এবং আইনের শিক্ষার্থীদের দ্বারা তৈরি একটি প্ল্যাটফর্ম। আমরা অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ঘটনা ও রায় তুলে ধরার চেষ্টা করি। এই প্ল্যাটফর্মটি কখনোই পূর্ণাঙ্গ আইনের ধারণা প্রদান করে না, আমরা শিক্ষার্থীদের শুধু মাত্র মামলার সারাংশ নির্ভর হওয়াকে নিরুৎসাহিত করি। ধন্যবাদ