আবদুল হাই বনাম মাধব (২০০৫)
আপিল আবেদনটি করা হয়েছিল সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ৯২ অনুযায়ী। ২৪ অক্টোবর ১৯৯৬ তারিখে প্রদান করা মামলা নং ১২১৯/১৯৮৫ এর রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। উক্ত রায়ে বাদীর মালিকানার স্বীকৃত এবং জমির খাস দখল পুনরুদ্ধারের আদেশ দেওয়া হয়েছিল। মামলার জমিটি মূলত ভাওয়াল রাজ এস্টেটের ছিল…