কার্লিল বনাম কার্বলিক স্মোক বল কো.
কেইস রেফারেন্স : [1893] 1 QB 256
জুরিসডিকশন : ইংল্যান্ড
বাদী : লুইসা এলিজাবেথ কার্লিল
বিবাদী : কার্বলিক স্মোক বল কো.
ঘটনা :
পল মল গেজেটে প্রকাশিত কার্বলিক স্মোক বল কো. এর একটি বিজ্ঞাপনে দাবি করা হয় যে, প্রতিদিন তিনবার করে দুই সপ্তাহ কার্বলিক স্মোক বল ব্যবহার করার পর যদি কোন ব্যক্তি ইনফ্লুয়েঞ্জা, সর্দি বা ঠান্ডা জনিত কোন রোগে আক্রান্ত হয় তাহলে ঐ ব্যক্তিকে পুরস্কার স্বরূপ ১০০ পাউন্ড প্রদান করা হবে। বিজ্ঞাপনে আরো উল্লেখ করা হয় যে, আন্তরিকতার প্রতীকস্বরূপ ইতোমধ্যে অ্যালায়েন্স ব্যাংকে ১০০ পাউন্ড জমা রাখা হয়েছে। কিন্তু নির্দেশনা মাফিক স্মোক বল ব্যবহার করার পরও বাদী আক্রান্ত হন। কোম্পানিকে বিষয়টি অবহিত করা হলে, তাদের অফিসে এসে বিষয়টি বাদীকে প্রমাণ করতে রাজি হওয়া না পর্যন্ত ১০০ পাউন্ড প্রদান করতে অস্বীকৃতি জানায়। কোম্পানি এ বিষয়ে জানায় যে, তাদের তৈরি পণ্যের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং বাদীর অভিযোগটি একটি প্রতারণামূলক মিথ্যা অভিযোগ হতে পারে।
বিষয়টি আদালতের সামনে উত্থাপন করা হলে, বিবাদী নিম্নোক্ত যুক্তি উপস্থাপনের মাধ্যমে ‘বাদী কেন প্রতিশ্রুতির অর্থ পাওয়ার যোগ্য নয়’ তা প্রমাণের চেষ্টা করে-
- অর্থ প্রদানের প্রতিশ্রুতিমূলক বিজ্ঞাপন একটি সাধারণ প্রচারণার অংশ, যা হরহামেশাই বিভিন্ন বিজ্ঞাপনে করা হয়। তাই, এটি আইনি বাধ্যবাধকতাপূর্ণ প্রতিশ্রুতির বিপরীত।
- বিজ্ঞাপনে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। এমন পরিস্থিতিতে, যদি বাদীকে পুরস্কার দেওয়া হয়, তাহলে বিজ্ঞাপনটি পুরো বিশ্বের সকল মানুষের সাথে চুক্তি অন্তর্ভুক্ত হবে। এ ধরনের কোনো চুক্তি বৈধ চুক্তি হতে পারে না।
- বাদী সঠিক নিয়মে স্মোক বল ব্যবহার করেছিলো কি না সেটি পর্যবেক্ষণ করার কোন উপায় বিবাদী পক্ষের নিকট ছিল না।
- বাদী পক্ষ থেকে চুক্তি বিষয়ক ‘প্রস্তাব’ গ্রহণের কোনো বার্তা বিবাদী পক্ষের নিকট ছিল না।
- দুইপক্ষের মধ্যে কোনো প্রকার বিনিময় না থাকায়, এটি বৈধ চুক্তি তৈরিতে ব্যর্থ।
সিদ্ধান্ত :
বিবাদী পক্ষ হতে উত্থাপিত যুক্তি বাস্তবসম্মত নয়, আখ্যা করে বিচারক বলেন –
- ‘বিজ্ঞাপনটি কোন সাধারণ বিজ্ঞাপন নয় বরং বৈধ চুক্তি তৈরির আগ্রহ’, এটি প্রমাণের জন্য বিবাদীর পক্ষ থেকে অ্যালায়েন্স ব্যাংকে ১০০ পাউন্ড জমা রাখার বিষয়টিই যথেষ্ট।
- এটি প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বের মানুষের সাথে চুক্তি নয়। বরং, এটি শুধু ঐ ব্যক্তিদের জন্যই একটি চুক্তির আহ্বান যারা দিনে তিনবার করে দুই সপ্তাহ কার্বলিক স্মোক বল ব্যবহারের মাধ্যমে চুক্তির প্রস্তাব গ্রহণে আগ্রহী। উপরন্তু, একটি চুক্তি সমগ্র বিশ্বের সকল মানুষের সাথেও সংগঠিত হবে পারে। বিচারক বোয়েন রায়ের মধ্যে উল্লেখ করেন, ❝…যদিও চুক্তির প্রস্তাবটি সমগ্র বিশ্বের মানুষের প্রতি ছিল তবুও চুক্তি শুধু ঐ ব্যক্তিদ্বয়ের সাথেই সংগঠিত হবে যারা বিজ্ঞাপনে উল্লিখিত বিষয়ের উপর বিশ্বাস রেখে সে অনুযায়ী কাজ করবে।❞
- “বাদী পক্ষ সঠিক নিয়মে পণ্যটি ব্যবহার করেছিলো কিনা সেটি পর্যবেক্ষণের কোন উপায় বিবাদী পক্ষের নিকট ছিল না” – বিবাদী পক্ষের এমন যুক্তি বিচারক বোয়েন কর্তৃক খারিজ করে দেয়া হয়। তিনি বলেন, ❝এই যুক্তির উত্তরে আমার মনে হয় যে যদি কোন ব্যক্তি এ ধরনের অসংযত প্রতিশ্রুতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সে সম্ভবত তা করে কারণ তা থেকে তার আয় হয়, এবং, এমন প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেই প্রতিশ্রুতির অসংযত প্রকৃতি তার দায়িত্ব থেকে মুক্তির বৈধ কারণ না❞
- বিচারকগণ জানান, এই ঘটনার ক্ষেত্রে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আলাদা ভাবে ‘প্রস্তাব’ পাঠানোর প্রয়োজন নেই। বিজ্ঞাপনে উল্লিখিত নিয়মানুযায়ী কাজ করাই এক্ষেত্রে ‘প্রস্তাব গ্রহণ’ হিসেবে বিবেচিত হবে।
- যদিও এখানে দুই পক্ষের মাঝে দৃশ্যমান কোন ‘বিনিময়’ নেই তবুও এখানে দুই প্রকার ‘বিনিময়’ বিদ্যমান বলে উল্লেখ করেন বিচারক এ. এল. স্মিথ।
- প্রথমটি ছিল, প্রতিদিন দিন তিনবার করে দুই সপ্তাহ কার্বলিক স্মোক বল ব্যবহার করেও অসুখে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করা।
- দ্বিতীয়টি ছিল, বাদী কর্তৃক পণ্যটি ক্রয় করা, যার মাধ্যমে বিবাদী অর্থ প্রাপ্ত হয়েছিল এবং পণ্যের বিক্রি বেড়েছিলো।
বিনিময় কেবল ‘অর্থ’ বা ‘সেবা’র মাধ্যমে হবে বিষয়টি এমন নয় বরং কোন পরিস্থিতি ভোগের মাধ্যমেও হতে পারে।
সকল বিষয় পর্যালোচনা পূর্বক, আদালত বাদীর পক্ষে রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আইন : (বাংলাদেশ)
- চুক্তি আইন, ১৮৭২
- ধারা : ২ (ক), ৮, ১০
অনুবাদক :
১. মো. আতিকুর রহমান
২. ফাহিম আহমেদ
নোট : The Case Summary আইনের শিক্ষার্থীদের জন্য এবং আইনের শিক্ষার্থীদের দ্বারা তৈরি একটি প্ল্যাটফর্ম। আমরা অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ঘটনা ও রায় তুলে ধরার চেষ্টা করি। এই প্ল্যাটফর্মটি কখনোই পূর্ণাঙ্গ আইনের ধারণা প্রদান করে না, আমরা শিক্ষার্থীদের শুধু মাত্র মামলার সারাংশ নির্ভর হওয়াকে নিরুৎসাহিত করি। ধন্যবাদ